Cvoice24.com

বাবার সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ৩ জুলাই ২০২৩
বাবার সঙ্গে গোসলে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

কর্ণফুলী নদীতে ডুবে মো. সিয়াম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার  (৩ জুলাই) দুপুর ২টার দিকে বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়াম শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গ্রামের শেখ পাড়ার আবদুল মাবুদের ছেলে।

সিয়ামের চাচা আবদুর রহমান জানান, সিয়াম দুপুরে তার বাবার সঙ্গে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। এসময় পানিতে ডুব দিলে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীপ কুমার চৌধুরী জানান, নদীতে ডুবে যাওয়া ওই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়