Cvoice24.com

ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ৩ সেপ্টেম্বর ২০২৩
ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে  চন্দনাইশে মানববন্ধন

চন্দনাইশের হাশিমপুরে ভোটকেন্দ্র স্থান্তান্তরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাশিমপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র সরানোর প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটে মানববন্ধন শেষে এতে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে হাশিমপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র। তবে সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে ভোটকেন্দ্র সরিয়ে হাজী মোহাম্মদ খলিল বদিউজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন দাখিল মাদরাসায় স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসনের কাছে তারা দ্রুত ভোটকেন্দ্র আগের জায়গায় ফিরিয়ে আনার দাবি জানান।

আব্দুস শুক্কুরের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী। মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে রাখেন মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ ফারুক প্রমুখ। 

এর আগে গত শনিবার দুপুরে বরকল ইউনিয়নের কানাইমাদারী কাদেরিয়া মাদ্রাসা কেন্দ্র বাদ দেওয়ার প্রতিবাদে ৫ নম্বর ওয়ার্ড কানাইমাদারী ফকিরহাট টেক সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্থানীয়  ইউপি সদস্য সেলিম উদ্দীন। সেখানে বক্তারা বলেন, তিন ওয়ার্ডের কেন্দ্র বদল করে ষড়যন্ত্রভাবে ৩ কিলোমিটার দূরের পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরীয়া মাদ্রাসায় নেওয়া হয়েছে। যেখানে নারী ভোটার কিংবা বয়স্কদের যাতায়াত অনেকটা অসম্ভব। তাই তারা কাদেরিয়া মাদ্রাসায় পুনরায় কেন্দ্র স্থানান্তরের দাবি জানান।

কাইছার হামিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্ত্যব রাখেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামশুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, ৪ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, আ’লীগ নেতা মীর কাশেম, শিক্ষক আবু ইউছুফ চৌধুরী, এলডিপির উপজেলা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহের মিয়া চৌধুরী, আ’লীগ নেতা সুমন বড়ুয়া, উপন বড়ুয়া, আবদুল আলিম প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়