Cvoice24.com

ফটিকছড়িতে বাসের ধাক্কায় নারী নিহত

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ২৫ আগস্ট ২০২৩
ফটিকছড়িতে বাসের ধাক্কায় নারী নিহত

ফটিকছড়িতে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নূর জাহান বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার ২৫ আগষ্ট (শুক্রবার) চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি নাজিরহাট সৈয়দ সৈয়দা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

নূর জাহান বেগম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজী তুফান আলী পাল্লানের বাড়ির  জাকির হোসেনের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা চট্টগ্রামমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। আমাদের টিম হাসপাতালে গেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়