Cvoice24.com

ফটিকছড়িতে দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ৪ মার্চ ২০২৪
ফটিকছড়িতে দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ সাদ্দাম (৩৫) নামে আহত যুবক মারা গেছেন। সোমবার (৪ মার্চ) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামের মনু তালুকদার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদি হয়ে গত ৩ মার্চ ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় নিহত সাদ্দামকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যায়। পরে রাত ৩টার দিকে তার শোরগোল চিৎকারের আওয়াজ শুনে বাড়ির পাশে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় তাকে কে বা কারা মেরে ফেলে রেখেছে।

স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন থাকার পাঁচদিন পর সে মারা যায়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, চিকিৎসাধীন অবস্থায় যুবক সাদ্দাম মারা গেছেন। লাশের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মারধরের ঘটনায় ৩ মার্চ থানায় মামলা হয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি।

নিহত যুবকের বিরুদ্ধে ধর্ষণসহ মোট ৫টি মামলা বিচারাধীন আছে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: