রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ আবদুল লতিফ, প্রাণ গেল মোটরসাইকেলের ধাক্কায়
চন্দনাইশ প্রতিনিধি
৬২ বছরের বৃদ্ধ আবদুল লতিফ রাস্তা পার হচ্ছিলেন। মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি।
শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাক্কা দোকান এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
আবদুল লতিফ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নগর পাড়া এলাকার সেলিম মেম্বারের বাড়ির মৃত আলী বকসুর ছেলে।
জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম জানান, শুক্রবার সন্ধ্যায় আবদুল লতিফ রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। প্রথমে তাকে বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।