লোহাগাড়ায় নাশকতার মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় নাশকতার মামলায় বড়হাতয়া ইউনিয়ন পরিষদের সদস্যসহ তিন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০) অক্টোবর রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন — লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক (৫০), আধুনগর রুস্তমের পাড়ার বাবুল মিয়ার ছেলে মো. ফয়সাল (২৫) ও চুনতি বনপুকুর এলাকার মৃত আবুল হাসানের ছেলে মো. পারভেজ (৩০)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।