উপজেলা সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন অধ্যক্ষ সেহাব উদ্দিন
চন্দনাইশ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ চন্দনাইশ উপজেলা কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মেজবান বাড়ী রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আবু তালেব বেলাল , যুগ্ম মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম, রেজাউল করিম তালুকদার, অধ্যাপক আব্দুন নুর, কেন্দ্রীয় সহ-প্রকাশনা সচিব মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, নির্বাচন পরিচালনা কমিটির সচিব ফয়েজ উল্লাহ খতিবি, ইসলামী ফ্রন্ট নেতা মুখতার আহমদ শিবলি, ডা. কলিম উদ্দিন, আজিজুর রহমান, এডভোকেট মুজাম্মেল হক তালুকদার, মাওলানা মাসুম রেজভি, মুহাম্মদ ইমতিয়াজ, এম এ মতিন, আবু তালেব মঈনি, আখতার কামাল, যুবনেতা উপাধ্যক্ষ মামুন উদ্দিন সিদ্দিকি প্রমুখ ।