ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হাদিদ (৪) ও মোহাম্মদ আল আমিন নাহিদ (৩) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম বড় বেতুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ হাদিদ ওই এলাকার সার্ভেয়ার মো. ইয়াছিনের একমাত্র ছেলে এবং মোহাম্মদ আল আমিন নাহিদ প্রবাসী মো. নাজিমের একমাত্র ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই।
জানা যায়, হাদিদ ও নাহিদকে অনেকক্ষণ ধরে খোঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের মৃতদেহ ভাসা অবস্থায় দেখতে পাওয়া যায়।