Cvoice24.com

সন্দ্বীপে মদসহ যুবক ধরা, ছাত্রলীগ নেতা পলাতক

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ২ এপ্রিল ২০২৪
সন্দ্বীপে মদসহ যুবক ধরা, ছাত্রলীগ নেতা পলাতক

ডানে পলাতক ছাত্রলীগ নেতা ফয়সাল

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে হারামিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এনাম নাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহরুফ হাসান ফয়সাল ও আবু তাহেরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেপ্তার যুবক ছাত্রলীগ নেতা ফয়সালের সম্পৃক্ততার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ জানায়, হারামিয়া ৮ নম্বর ওয়ার্ডের এনাম নাহারের পাশে একটি বসতবাড়িতে ঈদ উপলক্ষে বিদেশি মদ মজুদ করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩ বোতল ভারতীয়মদসহ তাহের নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনসম্মুখে গ্রেপ্তার অটোরিকশাচালক বোতলগুলো চট্টগ্রাম  উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহরুফ হাসান ফয়সালের বলে তথ্য দেন।

সন্দ্বীপ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘২৩ বোতল ভারতীয় মদসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তি প্রাথমিকভাবে ফয়সাল নামে আরেকজনের সম্পৃক্ততার কথা জানান। এ ঘটনায় মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: