বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু চন্দনাইশে
সিভয়েস২৪ প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
সোমবার সকাল ৭টার দেক উপজেলার বরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জাকির মধ্যম বাইনজুরি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালীর পাহাড়ি অঞ্চল থেকে দুটি বন্যহাতির দল চন্দনাইশের মধ্যম বাইনজুরী চলে আসে। সেখানে তরকারি তুলতে যাওয়া মোহাম্মদ জাকিরকে পেছনে থেকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফেরার পথে বন্য হাতির দল চাঁনখালী খাল পার হয়ে আনোয়ারা উপজেলায় যাওয়ার পথে সেবন্দি গ্রামের আলাউদ্দিন (৫০) কে আহত করেন। স্থানীয় লোকজন আহত আলাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। এ রিপোট লেখা পর্যন্ত হাতির দল আনোয়ারা উপজেলার সর্বত্র বিচরণ করছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলামের বলেন, বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর