Cvoice24.com

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, চার্জগঠন হল আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

পটিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৩
পটিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, চার্জগঠন হল আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান খোকনসহ ৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হল।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম তাররাহুম আহমেদ শুনানি শেষে চার্জ গঠনের আদেশ দেন।

আবুল হাসান পটিয়ার সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরীর ভগ্নিপতি। 

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২১ শে মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানের কর্মসূচি পালন শেষে শোভনদভী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মল্লপাড়া হাওয়াখানার সামনে আগে থেকে পূর্ব পরিকল্পিত ভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান খোকনের নেতৃত্বে ৫-৬ জনের একটি গ্রুপ দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলা চালিয়ে চেয়ারম্যানকে গুরতর আহত করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে চেয়ারম্যান এহসানুল হককে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান। এ ঘটনায় চেয়ারম্যানের ভাই এমদাদুল হক বাদি হয়ে পটিয়া থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। 

মামলায় আওয়ামী লীগ নেতা আবুল হাসান খোকন ছাড়াও অন্যান্য আসামিরা হলেন— শোভনদন্ডী ইউনিয়নের মল্লপাড়া এলাকার সুলতান আহমদ, মো. সোহেল, মোজাম্মেল হক ও আবু তৈয়বসহ আরো অজ্ঞাত নামা ১৫-২০ জন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক পরেশ চন্দ্র সিকদার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।

বাদী পক্ষের আইনজীবী নুর মিয়া বলেন, মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির চার্জ গঠনের নির্ধারিত দিন ছিল। এসময় বিচারক উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে মামলাটির ৫ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়