Cvoice24.com

পটিয়ায় ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র বাতিল

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১২, ২৯ মে ২০২৪
পটিয়ায় ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র বাতিল

চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ জন্য ভোটগ্রহণ স্থগিতের পর কেন্দ্রটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক। 

বুধবার (২৯ মে) সকালে ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক সিভয়েস২৪কে বলেন, ‘একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। এরপর পরই ভোটগ্রহণ বন্ধ রাখেন কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। পরে কেন্দ্রটি একেবারে বাতিল করা হয়েছে।’

জানা গেছে, শতাধিক লোক হামলা চালিয়ে ওই কেন্দ্রে ৫৫১টি ব্যালট পেপার, ৯টি ব্যালট বই, মার্কিং সিল ও অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায়।

কেন্দ্র পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, ‘একসাথে আড়াই শ জন লোক ওই কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে সবাইকে মোকাবিলা করা সম্ভব হয়নি। বর্তমানে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে ‘   

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলেছেন যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। বাকি কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রয়োজনে একবারের জায়গায় দুবার নির্বাচন হবে। তবু সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই। নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার; তার সবকিছু করা হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: