Cvoice24.com

দারিদ্র্য ডিঙিয়ে রাউজানের শিহাব পেল ‘গোল্ডেন এ প্লাস’ 

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ২৮ জুলাই ২০২৩
দারিদ্র্য ডিঙিয়ে রাউজানের শিহাব পেল ‘গোল্ডেন এ প্লাস’ 

সিহাব হোসেন।

অটোরিকশা চালক বাবা আর গৃহিণী মায়ের সংসারে দারিদ্রের সঙ্গে লড়াই করে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ‘গোল্ডেন এ প্লাস’ পেল রাউজানের সিহাব হোসেন।

সিহাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের পেছনে সাগর আলী মিয়ার বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মনজুরের ছেলে।  এবার রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) এর জেনারেল মেকানিক্স বিভাগ থেকে এসএসসিতে অংশ নেয় শিহাব।

সিহাব হোসেন বলেন, ভালো রেজাল্ট এনে মা বাবার মুখে হাসি ফুটাতে পেরেছি, এটাই আমার পাওয়া। সামনে আরও ভালো কিছু করে বাবা-মাকে দেখাতে চাই। 

শিহাবের সঙ্গে রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (ভোকেশনাল) এর ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেন ৯২ জন শিক্ষার্থী । জিপিএ ৫ পেয়েছেন ৫৭ জন, পাশের হার ৯১.০৯। এছাড়া সাধারণ বিভাগ থেকে ২৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেন ২৫৪জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩৪জন। পাশের ৯৩.৩৮ শতাংশ।

সর্বশেষ

পাঠকপ্রিয়