সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নেতা ফকির পাড়ার জামে মসজিদের টেলিভিটা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও ৫টি রাবার বুলেট কার্তুজ উদ্ধার।
গ্রেপ্তার মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা উপজেলার মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার আসহাব মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।