Cvoice24.com

সীতাকুণ্ডে গভীর রাতে সমুদ্র থেকে বালু চুরি, স্কেভেটর ও ট্রাক জব্দ 

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ৭ জানুয়ারি ২০২৩
সীতাকুণ্ডে গভীর রাতে সমুদ্র থেকে বালু চুরি, স্কেভেটর ও ট্রাক জব্দ 

সীতাকুণ্ডে জব্দ করা স্কেভেটর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ওডব্লিউডব্লিউ নামের একটি শিপইয়ার্ডের ভেতর থেকে অবৈধভাবে সাগরের বালু চুরির সময় একটি স্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (৬ জানুয়ারি) মধ্যরাত বারোটার দিকে কুমিরা ইউনিয়নের সাগরপাড়ে অবস্থিত এই শিপইয়ার্ডের ভিতরে অভিযান চালান উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। অভিযানে সীতাকুণ্ড থানার সাব ইন্সপেক্টর মো. সাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

আশরাফুল আলম বলেন, সমুদ্র থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে শুক্রবার মধ্যরাতে কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায়, মহসিন নামের এক লোকের মালিকানাধীন ওডব্লিউডব্লিউশিপ ইয়ার্ডের অভ্যন্তরে বালু স্তূপ করে স্কেভেটর দিয়ে ট্রাকে ভরাট করছিলো। একটি স্কেভেটর জব্দ করে করে কুমিরা ঘাটে রাখা হয়েছে। এবং দুটি ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়