Cvoice24.com

বাবা হারালেন সীতাকুণ্ডের সাংবাদিক সাইফুল ইসলাম

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ১৪ জানুয়ারি ২০২৩
বাবা হারালেন সীতাকুণ্ডের সাংবাদিক সাইফুল ইসলাম

চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল সিভয়েস২৪ ও জাতীয় দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক সাইফুল ইসলাম রুবেলের বাবা মো. নুরুল ইসলাম ভূঁইয়া আর নেই। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) জোহরের নামাজের পর নিজ বাড়ির আঙ্গিনায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন তাকে দাফন  করা হয়।
মৃত্যুকালে তিনি চার পুত্র সন্তান, চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মো. নুরুল ইসলাম ভূঁইয়া সীতাকুণ্ড উপজেলার মীরেরহাট এলাকার উত্তর কেদারখিল জালাল আহমদ ভূঁইয়া বাড়ির আলহাজ্ব জালাল আহমদ (সওঃ) ভূঁইয়ার দ্বিতীয় ছেলে। তিনি উপজেলার ঐতিহ্যবাহী মীরেরহাট বাজারের একজন স্বনামধ্যন ব্যবসায়ী ছিলেন।

এদিকে সাংবাদিক সাইফুল ইসলাম রুবেলের পিতার মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়