Cvoice24.com

সীতাকুণ্ডে তিন বস্তা মাদক নিয়ে পিকআপ চালক ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ২৯ আগস্ট ২০২৩
সীতাকুণ্ডে তিন বস্তা মাদক নিয়ে পিকআপ চালক ধরা

ফেনী থেকে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামে আসার পথে আনিসুর রহমান নামে এক পিকআপ চালককে আটক করেছে র‌্যাব। 

সোমবার (২৮ আগস্ট) সীতাকুণ্ডের  বড় দারোগারহাট ঢাকা-চট্টগ্রাম অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। 

আনিসুর রহমান কুমিল্লার দাউদকান্দি থানার চারিপাড়া এলাকার মো. মোকলেছুর রহমানের ছেলে। 

র‌্যাব জানায়, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করার সময় সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটির গতিরোধ করে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেখানো তথ্যমতে, পিকআপের পিছনে কৌশলে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১০০ বোতল ফেন্সিডিল এবং ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছে বলে স্বীকার করে। যার আনুমানিক মূল্য সাত লাখ টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়