Cvoice24.com

সীতাকুণ্ডে দিদারুলসহ ৯ জনের মনোনয়ন জমা 

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৬, ৩০ নভেম্বর ২০২৩
সীতাকুণ্ডে দিদারুলসহ ৯ জনের মনোনয়ন জমা 

দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমসহ ৯ জন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উৎসব মুখর পরিবেশে জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

তারা হলেন— দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম আল মামুন, জাতীয় পার্টির মো. দিদারুল কবির, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী, বিএনএফ’র আক্তার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম, ইসলামিক ঐক্যফ্রন্ট বাংলাদেশের মোজাম্মেল হোসেন এবং বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ সালাউদ্দিন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ ও ইসলামিক ঐক্যফ্রন্ট বাংলাদেশের প্রার্থী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। এছাড়া বাকি সাত জন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সর্বশেষ