Cvoice24.com

চট্টগ্রাম, শুক্রবার ২৪ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

ওসি নেজামের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ৩০ জানুয়ারি ২০২৩
ওসি নেজামের বাড়িতে দুর্ধর্ষ চুরি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক ওসি নিজাম উদ্দীনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল সাবেক এই ওসির বাড়িতে দশটি তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

রবিবার (২৯) জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউপির তেইল্লাকাটা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে নিজাম উদ্দীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পরিদর্শক হিসেবে কর্মরত। তিনি জানান, আমার পরিবার সারা জীবন এলাকার মানুষের জন্য করে গেছে। আমাদের এলাকায় সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক। কারা এসব করেছে মাথায় আসছে না। বিষয়টি স্থানীয় প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিবে জানালো।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল মো. তফিকুল আলমসহ গিয়েছিলাম। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়