বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

পেকুয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ১৯ এপ্রিল ২০২৪
বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে উদ্ধার হওয়া ২ দিনের ফুটফুটে নবজাতককে দত্তক নিলেন একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা দম্পতি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা শিশু কল্যাণ কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মিনারা দম্পতির কাছে দত্তক প্রদান করা হয়।

শিশুটিকে দত্তক নিতে শিশু কল্যাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনৈতিক এবং দিনমজুরও ছিলেন।

আবেদনকারীদের স্ব শরীরে স্বাক্ষাৎকার নিয়ে যাচাই বাচাই শেষে কমিটির সর্বসম্মত সিন্ধান্তক্রমে মিনারা দম্পতিকে উপযুক্ত মনে করে দত্তক প্রদান করেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ, পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

নবজাতক কন্যা সন্তানটি এত দিন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়