Cvoice24.com

চট্টগ্রাম, শুক্রবার ২৪ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

মুরগির ওজনে কারচুপি, তিন দোকানীকে জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ১৮ মার্চ ২০২৩
মুরগির ওজনে কারচুপি, তিন দোকানীকে জরিমানা

বহদ্দারহাট ও চৌমুহনীর কর্ণফুলী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

মুরগির ওজনে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় নগরের বহদ্দারহাট ও আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী বাজারের তিন মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার (১৮ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুজ্জামান সিভয়েসকে বলেন, মূল্যতালিকা না থাকায় নগরের বহদ্দারহাট বাজারে দুই মুরগির দোকানকে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওজনে কম দেয়ায় নগরের চৌমুহনী কর্ণফুলী বাজার এলাকার একটি মুরগির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, সবজি, মাছ ও মুদিবাজারে তদারকি করা হয়।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়