চেক প্রতারণায় কুমিল্লায় ধরা চট্টগ্রামের ব্যবসায়ী
সিভয়েস ডেস্ক

৩টি চেক প্রতারণা মামলায় ২ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত
ব্যবসা প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা যথাসময়ে শোধ না করে কুমিল্লায় আত্মগোপন করেছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী মাহমুদুল হাসান (৫৬)। পরে পুলিশের অভিযানে ধরা পড়েন ৭টি চেক প্রতারণা মামলার আসামি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার বুড়িচং থানার ভারেল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়েছিলেন মাহমুদুল। সে অর্থ যথাসময়ে পরিশোধ না করে তিনি আত্মগোপন করেন। আমাদের অভিযানে তিনি ধরা পড়েন। তার বিরুদ্ধে সাতটি চেক প্রতারণার মামলা রয়েছে। এরমধ্যে তিনটি চেক প্রতারণা মামলায় ২ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। বাকি ৪ মামলা আদালতে বিচারাধীন রয়েছে।