Cvoice24.com

উড়ালসড়কে দুর্ঘটনায় চসিক মেয়রের গাড়ি, আহত ২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ১০ ডিসেম্বর ২০২৩
উড়ালসড়কে দুর্ঘটনায় চসিক মেয়রের গাড়ি, আহত ২

মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে

নগরের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ ব্রেক করায় পেছনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চসিক মেয়রকে প্রটোকল দেওয়া পুলিশ ভ্যানে থাকা দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের উপরে সিএন্ডবি কলোনি অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে মেয়রের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশের গাড়িটিরও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন চসিক মেয়রের এপিএস মো. দুলাল।

আহত ওই দুই পুলিশ সদস্য হলেন মো. আবদুল কাদের ও মো. দিদার।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চসিকে মেয়রের সঙ্গে থাকা এপিএস মো. দুলাল সিভয়েসকে বলেন, ‘কর্পোরেশনে যাওয়ার পথে মেয়রের গাড়িবহরের সামনে থাকা একটি সিএনজি হঠাৎ ব্রেক করে। ব্রেক করার কারণে সামনে থাকা পুলিশের গাড়িতে জোরে ধাক্কা লাগলে আমাদের মেয়র স্যারের গাড়িতেও ধাক্কা লাগে। হঠাৎ ব্রেক করলে যেমন সামনের দিকে ঝুঁকে যায় আমরাও সেরকম হইছি। কিন্তু এ ঘটনায় কেউ আহত হয়নি। মেয়র স্যারও ঠিক আছেন।’


তিনি আরও বলেন, ‘আমাদের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হইছে। ব্রেক করা অটোরিকশাটি পালিয়ে গেছে। ওই সিনএনজির কারণেই তো গাড়িতে ধাক্কা লাগছে।’


তবে ঘটনাস্থলে থাকা ডেইলি স্টারের প্রতিবেদক দুই পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি দেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘গাড়িতে ধাক্কা লাগায় একজন কনস্টেবল পুলিশের ভ্যান থেকে ছিটকে পড়ে। এতে একজন কোমরে ব্যথা পেয়েছেন, আরেকজনের হাতে রক্ত ছিল।’


একই প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘ফ্লাইওভারে দুর্ঘটনায় শিকার হয়ে আহত কোনো পুলিশ সদস্য হাসপাতালে আসেনি। হয়ত ছোটখাট আঘাত পেয়েছেন তাই হাসপাতালে আসেননি নতুবা অন্য কোন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারেন।’

সর্বশেষ