Cvoice24.com

ছিনতাই ও ডাকাতি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৪
ছিনতাই ও ডাকাতি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও ডাকাতি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ছোরা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক।

গ্রেপ্তার পাঁচজন হলেন, ফয়সাল আহমেদ রবিন (২০), মো. ফরহাদ আহমেদ আকাশ (২১), এলড্রিক পোপ এ্যালেন (২২), মো. হোসেন (২০) ও মো. ওসমান গনি রনি (২৫)।

পুলিশ জানায়, কোতোয়ালীর পাথরঘাটা মেরিনার্স রোডের জেলে পাড়ায় অবস্থিত বিআইডব্লিউটিএ’র (BIWTA) খোলা মাঠের অন্ধকার জায়গা থেকে রবিন ও আকাশ এবং এ্যালেনকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রনি এবং হোসেনকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, নেভাল, ফিসারীঘাট মাছ বাজার, ব্রীজঘাট, ফিরিঙ্গীবাজার, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, স্টেশন রোড এলাকার পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়