হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় হকারদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফ্রেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি থমথমে রয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন পথচারী সিভয়েস২৪-কে বলেন, ‘ফুটপাতে বসা কয়েকজন হকারকে তুলে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে।’
সবশেষ পাওয়া খবরে জানা গেছে, নিউমার্কেট মোড়ে জড়ো হয়ে হকাররা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। পুলিশও ঘটনাস্থলে রয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের ব্যস্ততম নিউমার্কেট-স্টেশন রোডে গত বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালিয়ে ‘হকারমুক্ত’ করে ওই এলাকা। অভিযানের পরও কিছু হকার সময়ে সময়ে সেখানে বসার চেষ্টা চালান। তবে পুলিশ দেখলেই এদের তুলে দেয়।