নারীর খণ্ডিত মাথা হাঁড়গোড় মিলল চান্দগাঁওয়ে
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের চান্দগাঁও থানার বলিরহাট এলাকা থেকে মাটিতে পোতা অবস্থায় অজ্ঞাত এক নারীর খণ্ডিত মাথা, হাত ও পায়ের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কোদাল কাটা এলাকার একটি বিল থেকে দেহের এসব খণ্ডিতাংশ উদ্ধার করা হয়।
আনুমানিক ১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে — বলে ধারণা পুলিশের। তবে এেোন ওই পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া চান্দগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান সিভয়েস২৪-কে বলেন, 'জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আমরা বিকেল ৩টার দিকে সংবাদ পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে এক নারীর শরীরের হাত, পা ও মাথার খণ্ডিতাংশ ও হাড়গোড় উদ্ধার করি। লাশটি বস্তাবন্দি অবস্থায় মাটিতে পোতা ছিলো। হয়তো শিয়াল-কুকুর মাটি খুড়ে মরদেহ বের করে ফেলেছে।'
তিনি আরও বলেন, ‘খণ্ডিতাংশ গুলো পরীক্ষার জন্য চটগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেসনসিক বিভাগে পাঠানো হয়েছে। দেহের অংশগুলো পচে গলে গেছে'
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, ‘ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।'