কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা, তেমন ক্ষতি হয়নি— দাবি রেলওয়ের 

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ৩০ এপ্রিল ২০২৪
কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা, তেমন ক্ষতি হয়নি— দাবি রেলওয়ের 

কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ‘এমভি সামুদা-১’ নামে একটি জাহাজ ধাক্কা দিয়ে আটকে গেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে তেমন ক্ষতি হয়নি বলে ধারণা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে কালুরঘাট সেতুর মাঝখানে ধাক্কা দেয় জাহাজটি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজটি ভেসে গিয়ে সেতুতে ধাক্কা দেয়। এরপর জাহাজটি সেতুর সঙ্গে আটকে যায়।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সেতু প্রকৌশলী জিসান দত্ত জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে জাহাজের ধাক্কায় প্রাথমিকভাবে তেমন বড় কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। তবুও আমরা সবদিক দেখছি।

তিনি আরও জানান, জাহাজটি চালকের ভুলে নাকি বাতাসে রশি ছিঁড়ে এসে সেতুতে ধাক্কা দিয়েছে— সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা এসে জাহাজে কোনো নাবিক পাইনি। জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন এ প্রকৌশলী।

-সিভয়েস/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়