Cvoice24.com

ইপিজেডে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১, ২২ মে ২০২৪
ইপিজেডে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সুমন জলদাস প্রকাশ রামু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) সকালে ইসমাইল সুকানি স্কুল সংলগ্ন হাজী ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, মৃত সুমন জলদাস নগরের বন্দরটিলা এলাকার বাসিন্দা। ভাঙ্গারির দোকানে বিক্রির উদ্দেশ্যে জং ধরা একটি ঢেউটিন টান দিলে পাশে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়