Cvoice24.com

বাড়ি ফিরলেন এভারেস্টজয়ী আমাদের বাবর আলী

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২৯ মে ২০২৪
বাড়ি ফিরলেন এভারেস্টজয়ী আমাদের বাবর আলী

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ‘এভারেস্ট’ ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করে দেশে ফিরেছেন বাবর আলী। মঙ্গলবার (২৮ মে) রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের সর্বশেষ ফ্লাইটে নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন তিনি। এরপর সেখান থেকে নিজ বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে গ্রামে ফেরেন। 

বুধবার (২৯ মে) সাংবাদিকদের সঙ্গে এভারেস্ট জয়ের অভিজ্ঞতা শেয়ার করবেন ডা. বাবর আলী। আগামী ২ জুন সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁর পর্বত জয় উদযাপন করা হবে।

প্রসঙ্গত, গত ২১ মে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে লোৎসে পৌঁছান তিনি। এর আগে ১৯ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি। এদিন বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর।

উল্লেখ্য, এমবিবিএস পাস করা বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইক্লিংয়েও রয়েছে তার আলাদা আগ্রহ।

সর্বশেষ

পাঠকপ্রিয়