Cvoice24.com

দুদকের চাকরিতে ফিরতে পারবে না শরীফ উদ্দিন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১৬ মার্চ ২০২৩
দুদকের চাকরিতে ফিরতে পারবে না শরীফ উদ্দিন

বিনা নোটিশে অপসারণ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মচারী বিধিমালা আপিল বিভাগ বহাল রাখায় চাকরি ফিরে পাচ্ছেন না চাকরিচ্যুত দুদকের সাবেক উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহউদ্দিন দোলন এবং সঙ্গে ছিলেন আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে, কোনো কারণ দর্শানো (শোকজ) ছাড়া দুদক কর্মচারীকে অপসারণ করা সংক্রান্ত বিধি বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট।

২০০৮ সালের দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) বিধিতে বলা হয়েছে, ‘এই বিধিমালায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ কোন কারণ না দর্শাইয়া কোন কর্মচারীকে নব্বই দিনের নোটিশ প্রদান করিয়া অথবা নব্বই দিনের বেতন নগদ পরিশোধ করিয়া তাহাকে চাকুরী হইতে অপসারণ করিতে পারিবে।’

এ বিধির ক্ষমতাবলে গত বছরের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে দুদক। এরপর ৫৪ (২) বিধি ও বিধিটির ক্ষমতাবলে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ গত বছর হাইকোর্টে রিট করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়