Cvoice24.com

২৮৫ সেনা-বিজিপি সদস্য ফেরত যাচ্ছে মিয়ানমারে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৯ এপ্রিল ২০২৪
২৮৫ সেনা-বিজিপি সদস্য ফেরত যাচ্ছে মিয়ানমারে

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৫ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাবাহিনীর সদস্যকে ২২ এপ্রিল ফেরত পাঠানো হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্বজোড়া শেখ হাসিনার আসনখানি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী  বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর ২৮৫ সদস্যকে ফেরত নিতে আশ্বস্ত হয়েছে মিয়ানমার। আগামী ২২ এপ্রিল তাদের জাহাজ যোগে তাদেরকে ফেরত পাঠানো হওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। মিয়ানমার থেকে যে জাহাজটি তাদের নিতে আসবে তাতে ১৫০ জন বাঙালিকে নিয়ে আসা হবে। যারা দেশটিতে আটকে ছিলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপের দেশ গ্রিসে আমাদের জনশক্তি পাঠানোর বিষয়ে কথা হয়েছে। ঢাকায় গ্রিস দূতাবাস স্থাপনের বিষয়ে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। তারা নতুন করে ৬টা দেশে দূতাবাসের কথা ভাবছেন  যেখানে বাংলাদেশও রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়