Cvoice24.com

আনোয়ারায় ধাওয়া-পাল্টা ধাওয়া 

আনোয়ারা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ২৯ মে ২০২৪
আনোয়ারায় ধাওয়া-পাল্টা ধাওয়া 

চট্টগ্রামের আনোয়ারায় কয়েকটি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হাইলধর ও বারশাত ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডেও এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এসময় লাটিসোটা নিয়ে আনারস ও দোয়াত কলম প্রতীকের সমর্থকদের মারমুখী অবস্থানে দেখা যায়। যে কারণে হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রে ভোটগ্রহণ আধ ঘণ্টা স্থগিত রাখা হয়। 

এর আগে, সকাল ১১ টার দিকে পশ্চিম বরুমছড়া আখতারুজ্জমান উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে চেয়ারম্যানপ্রার্থী তৌহিদুল হক চৌধুরীর সমর্থকদের সাথে অপর প্রার্থী কাজী মুজাম্মেল হকের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মোহাম্মদ মামুন ও মির্জা জাহিদ হাসান নামে তৌহিদুলের দুই সমর্থক আহত হয়। 

তবে ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বরত অফিসাররা।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের ৪ উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। সুষ্ঠুভাবে ১১টা পর্যন্ত ভোটগ্রহণ চললেও এরপর বিভিন্ন কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া যায়। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়