নির্বাচিত হলে কালুরঘাট সেতু বাস্তবায়ন করব : আবু সুফিয়ান

প্রকাশিত: ০৬:৩১, ১৮ ডিসেম্বর ২০১৮
নির্বাচিত হলে কালুরঘাট সেতু বাস্তবায়ন করব : আবু সুফিয়ান

গণসংযোগকালে বক্তব্য রাখছেন আবু সুফিয়ান। ছবি: মিনহাজ জন্টু

বোয়ালখালী-চান্দগাঁও আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবু সুফিয়ান বলেছেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে বোয়ালখালীবাসীর দুঃখ কালুরঘাট সেতু বাস্তবায়ন করা। যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন করা।

তিনি মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল দশটায় বোয়ালখালী উপজেলার আমুশিয়া, আহলা ও করলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন। 

আবু সুফিয়ান আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র মুক্ত করতে মানুষ এবার ধানের শীষে ভোট দিবে। আওয়ামীলীগ নানাভাবে ষড়যন্ত্র করে ফাঁদ তৈরির চেষ্টা করবে, সে ফাঁদে কোন ভাবেই পা দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক  মো. শওকত আলম, নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বোয়ালখালী উপজেলা বিএনপির সেক্রেটারি হামিদুল হক মন্নান চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি জান আলম, বোয়ালখালী পৌর বিএনপির সেক্রেটারি  ইসহাক চৌধুরী, আবদুল হালিম, আবদুল মন্নান ও জসিম উদ্দীন।

সিভয়েস/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়