বিএম ডিপোতে আরো চারটি রাসায়নিক কনটেইনারের সন্ধান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ৬ জুন ২০২২
বিএম ডিপোতে আরো চারটি রাসায়নিক কনটেইনারের সন্ধান

ডিপোতে আরো চারটি উচ্চ মাত্রার রাসায়নিক পণ্য ভর্তি কনটেইনারের সন্ধান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম ডিপোতে আরো চারটি উচ্চ মাত্রার রাসায়নিক পণ্য ভর্তি কনটেইনারের সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস। আগুনও এখনো নিয়ন্ত্রণে আসেনি।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় এই মুহূর্তে ডিপোর আশপাশ থেকেও লোকজন সরিয়ে নেয়া হয়েছে।

প্রায় ২৪ একর জায়গা জুড়ে বিএম ডিপোটি গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় ৫০ হাজার টিইইউএস কনটেইনার ছিল। এসব কনটেইনারে রাসায়নিক পণ্যসহ জুট, তুলা, সিল্কের কাপড়সহ বিভিন্ন ধরনের পণ্য ছিল।

জানা গেছে, বিএম ডিপোর ভেতরে ১৬টি কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক পণ্যগুলো রাখা ছিল। এসব পণ্য পাকিস্তানে পাঠানোর কথা ছিল। এ রাসায়নিক পণ্যগুলো চট্টগ্রামের হাটহাজারীতে একটি কারখানায় প্রস্তুত ও ছোট ড্রামে (৩০ লিটার) রাখা হয়। রাসায়নিক পণ্যগুলো বিএম ডিপোর কর্তৃপক্ষের নিজস্ব পণ্য।

বিএম ডিপোতে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য মো. এনাম সিভয়েসকে বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করার পরও এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। বরং আমরা আরো চারটি কনটেইনারের সন্ধান পেয়েছি যেখানে রাসায়নিক পণ্য আছে বলে নিশ্চিত হতে পেরেছি। আবারো একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আশেপাশে থাকা লোকজন সরিয়ে দিয়েছি। আমরা নিরাপদ পরিস্থিতি তৈরিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়