Cvoice24.com

মশার কয়েল থেকে বসতঘরে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৮ মে ২০২৩
মশার কয়েল থেকে বসতঘরে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারুফ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ মে) ভোর ৫টার দিকে বায়েজিদের পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ অন্য তিনজন হলেন— নূর নাহার বেগম (৩০), তার মেয়ে ফিরিয়া (৩) এবং ঈমাম উদ্দিন (২৩)।

বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সিভয়েসকে বলেন, ‘ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর আগেই আগুনে ৬ কক্ষ বিশিষ্ট একটি কাঁচাঘর পুড়ে গেছে। ওই কক্ষগুলোতে বিদ্যুতের লাইন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এছাড়া এক শিশুসহ আগুনে চারজন দ্বগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে বিদ্যুতের তারে লেগে শর্ট সার্কিট হয়।’

বায়েজিদ বোস্তামী থানার এসআই কাজী মো. তানভীর আজম সিভয়েসকে বলেন, ‘মশার কয়েল থেকে আগুন লেগে দগ্ধ হওয়া চারজনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধদের মধ্যে দুই বছর বয়সী শিশু মারুফ মারা যায়। বাকিদের অবস্থায়ও আশঙ্কাজনক।’

সর্বশেষ

পাঠকপ্রিয়