Cvoice24.com

ফটিকছড়িতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ৩০ মে ২০২৩
ফটিকছড়িতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে লিচুর বিচি আটকে মোহাম্মদ আদিল সিকদার নামের ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে)  উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আদিল ওই এলাকার রমজান আলী সিকদার বাড়ির মঈন সিকদার মঈনুর ছেলে।

জানা যায়, শিশুটির নানার বাড়ি শাহনগর গ্রামের মাইজ পাড়ায় পরিবারের সাথে বেড়াতে যায়। সেখানে গলায় লিচুর বিচি আটকে গেলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ইফতেহার উদ্দীন মুরাদ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: