সাতকানিয়ায় নিষিদ্ধ রং পানি মিশিয়ে ‘ফলের জুস’, লাখ টাকা জরিমানার পর কারখানা সিলগালা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ৫ মে ২০২৪
সাতকানিয়ায় নিষিদ্ধ রং পানি মিশিয়ে ‘ফলের জুস’, লাখ টাকা জরিমানার পর কারখানা সিলগালা

আম কিংবা লিচুর কোনো উপস্থিতি নেই। শুধুমাত্র পানি এবং নিষিদ্ধ রং মিশিয়ে তৈরি হচ্ছিলো শিশুদের লোভনীয় জুস। ভেতরে দরজা আটকিয়ে দিনের পর দিন এভাবে ভেজাল শিশুখাদ্য উৎপাদনের পর বাজারজাত হচ্ছিলো নিয়মিত।

রবিবার (৫ মে) সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকায় এমন একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানার পর সিলগালা করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল জুস ও জুস তৈরির উপাদান।

দণ্ডিত ওই কারখানা মালিক হলেন ওই এলাকার আবদুল লতিফের ছেলে আবদুল জব্বার (৭০)।

উপজেলা প্রশাসনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়সাল আমীর বলেন, ভেজাল কারখানাটির সন্ধান পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার মালিক আবদুল জব্বারকে ১ লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলাগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে কারখানা মালিককে মুক্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সর্বশেষ

পাঠকপ্রিয়