Cvoice24.com

ভোটের দিন বুধবার কেইপিজেড বন্ধ

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৮:৫৩, ২৮ মে ২০২৪
ভোটের দিন বুধবার কেইপিজেড বন্ধ

আনোয়ারা উপজেলায় অবস্থিত ৩০ হাজার শ্রমিকের কর্মস্থল কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) নির্বাচনের দিন বন্ধের ঘোষণা দিয়েছে কেএসআই কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২৮ মে) বিকেলে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেনন।

এর আগে বন্ধ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল বুধবার ২৯মে আনোয়ারা উপজেলার অধীন কেএসআই-গার্মেন্টস, কেএসআই-স্যুজ, কেএসআই ব্যাকপ্যাক, আলফা এবং সাংনাম এর সকল ইউনিট সমূহ বন্ধ থাকবে। অন্যদিকে এভারটপ, গায়া এবং ডেইগু কর্ণফুলী উপজেলার অধীন হওয়ায় এই ফ্যাক্টরিগুলোর সকল ইউনিট সমূহ যথারীতি খোলা থাকবে। এই ফ্যাক্টরিসমূহ কর্ণফুলী উপজেলার নির্বাচনের সময় সরকারী নির্দেশনা সাপেক্ষে বন্ধ থাকবে।

কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আনোয়ারা উপজেলার আওতাধীন কেএসআই এর আওতাধীন সব ফ্যাক্টরী বন্ধ থাকবে। ৩০ মে থেকে যথাযথভাবে এসব ফ্যাক্টরির কার্যক্রম চলমান থাকবে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়