সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই কমিটি করেছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার দুপুরে অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতের সই করা এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির কথা বলা হয়েছে। 

অধিদপ্তরের সহকারী মহিপরিদর্শক শিপন চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যসচিব করা হয়েছে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্তকে। আরেক সদস্য হলেন শ্রম পরিদর্শক (নিরাপত্তা) মো. শামীম হোসেন।

কমিটিকে আগামী তিন  কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে আগে মানুষের প্রাণ বাঁচানোর দিকে মনোযোগ দিচ্ছে প্রশাসন। 

ঘটনাস্থলে থাকা জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, 'মানুষের প্রাণ বাঁচানোর দিকেই এখন আমাদের সর্বোচ্চ মনোযোগ। আমরা আগে উদ্ধার অভিযান শেষ করি। এরপর সব পক্ষকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পাশপাশি হতাহতদের আর্থিক সহায়তাও দেওয়া হবে। কত টাকা করে দেওয়া হবে সেটি শিগগির নির্ধারণ করা হবে।'
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়