৩৬ ঘণ্টা পরও জ্বলছে সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন

সীতাকুণ্ড চট্রগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১০:৫১, ৬ জুন ২০২২
৩৬ ঘণ্টা পরও জ্বলছে সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন

এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন

৩৬ ঘণ্টা পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন। অগ্নিনির্বাপণে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা।  

ফায়ার সার্ভিস বলছে, ‘জ্বলন্ত কনটেইনারগুলোর পাশে একটি কনটেইনারে রাসায়নিক থাকতে পারে। এ কারণে সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।’

চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে এখন পর্যন্ত বিএম ডিপোকাণ্ডে ৪৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও চিকিৎসকদের আশঙ্কা সব মিলিয়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কনটেইনার ডিপোটিতে ‘হাইড্রোজেন পার-অক্সাইড’ নামে বিপুল পরিমাণ রাসায়নিক ছিল। হাইড্রোজেন পার-অক্সাইড একটি রাসায়নিক যৌগ; উচ্চতাপে এটি বিস্ফোরক হিসেবে আচরণ করে। বিস্ফোরণে পুরো এলাকায় রাসায়নিকের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে উদ্ধারকর্মীরাও অসুস্থ হয়ে পড়ছেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়