সীতাকুণ্ডে নিহতদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ৬ জুন ২০২২
সীতাকুণ্ডে নিহতদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

সকাল ৯টা থেকে চমেকে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়

ঢাকা থেকে আসা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দল সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন ও বিস্ফোরণে নিহতদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছেন।

সোমবার (৬ জুন) সকাল ৯টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এই ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে সরেজিমনে দেখা যায়, ডিএনএ নমুনা সংগ্রহের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে একটি বুথ করা হয়েছে। সেখানে বসেই স্বজনদের ডিএনএ সংগ্রহ করছেন সিআইডি বিশেষজ্ঞেরা।

নিহতদের স্বজনেরা পুলিশের সহায়তায় ডিএনএ টেস্টের জন্য নমুনা দিচ্ছেন। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আসার পর পরিচয় শনাক্ত হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। ডিআইজি আনোয়ার হোসেন জানান, মোট ৪১টি মরদেহ চমেক হাসপাতাল আনা হয়েছিল। এরই মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত হওয়ায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ১৮ জন লাশের পরিচয় নিশ্চিতকরণের জন্য স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আসার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়