Cvoice24.com

সীতাকুণ্ডে ছাত্রদলের ঝটিকা মিছিল

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ৩০ নভেম্বর ২০২৩
সীতাকুণ্ডে ছাত্রদলের ঝটিকা মিছিল

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধ ও হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ছোট কুমিরা বাজারের মহাসড়কে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে এ ঝটিকা মিছিল করে তারা।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে ঝটিকা মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আবদুল আল নোমান, যুগ্ম সম্পাদক মো. জুবায়ের হোসেন, ত্রাণ ও দুর্যোগ-বিষয়ক সম্পাদক মো. রিপন, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো নূরউদ্দিন। 

এছাড়াও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহেদুল হক, নিজামপুর কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, সীতাকুণ্ড পৌর-ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, মিরসরাই উপজেলা ছাত্রদলনেতা আবু নাঈম, তানজিদ চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা ছাত্রনেতা মাসুদ ফরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: