চবিতে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে প্রভোস্টকে অবরুদ্ধ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩, ১০ মার্চ ২০২২
চবিতে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে প্রভোস্টকে অবরুদ্ধ

চবিতে নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অভিযোগে আন্দোলনরত ছাত্রীরা

নিম্নমানের খাবার পরিবেশন ও কর্মচারীদের দুর্ব্যবহারসহ নানা অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের অবরুদ্ধ রেখে আন্দোলন করছে ছাত্রীরা। 

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে রুমে তালা দিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামে ৷ বেলা সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখার সময়ও প্রভোস্ট, আবাসিক শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন হলের নিম্নমানের খাবার, ডাইনিংয়ে কর্মচারীদের বাজে আচরণ ও আবাসিক শিক্ষকরা নিয়মিত হলে আসেন না ৷ এছাড়া হলের সিট বণ্টনে প্রশাসনের তদারকি নেই বলেও অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলেন, অনেকেই বিভিন্ন প্রভাব খাটিয়ে হলে অবস্থান করছে। 

প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, আমরা ভিতরে মিটিং করছি। জানি না কেউ বাহির থেকে তালা দিয়েছে কিনা। শিক্ষার্থীদের দাবি দাওয়া থাকলে সেটা জানাবে, আমরা ব্যবস্থা নেব।

সর্বশেষ

পাঠকপ্রিয়