Cvoice24.com

কুতুবদিয়ায় পুকুরে ডুবে আরও এক শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
কুতুবদিয়ায় পুকুরে ডুবে আরও এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে তাবাচ্ছুম নামে পনের মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু তাবাচ্ছুম একই এলাকার মুহাম্মদ ছোটনের কন্যা।

স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন জানান, মায়ের সাংসারিক কাজের ফাঁকে শিশু তাবাচ্ছুম পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে, সোমবার সকালে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— ভাইগ্যার পাড়ার নুরুল আবছারের ৭ বছরের ছেলে মোকারম ও  জুলেখা বিবি পাড়ার মো. ইকবালের ৫ বছর বয়সী মেয়ে জান্নাতুল বকেয়া।

সর্বশেষ

পাঠকপ্রিয়