Cvoice24.com

ওশান প্যারাডাইসের সুইমিংপুলে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:০১, ১৭ এপ্রিল ২০২৪
ওশান প্যারাডাইসের সুইমিংপুলে শিশুর মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে বাবার সাথে গোসলে নেমে সাফানা খান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাফানা খানের বাবার নাম মনিরুজ্জামান। তিনি ঢাকা ওয়ারি এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ বলেন, দুপুরে ঢাকা থেকে মনিরুজ্জামান নামের এক পর্যটক পরিবারসহ হোটেল ওশান প্যারাডাইসের ৫০৪নং কক্ষ ভাড়া নেন। ওইদিন বিকেলে তার শিশু কন্যাসহ হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটছিল। সেসময় সাঁতার শেখানোর মুহুর্তে শিশুটি তার হাত থেকে ছিঁটকে যায়।  পরে হোটেলের স্টাফরা শিশুটিকে সুইমিংপুল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়