Cvoice24.com

সাম্পানে উঠতে গিয়ে কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ১ অক্টোবর ২০২২
সাম্পানে উঠতে গিয়ে কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিহত ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার

চট্টগ্রাম নগরের সদরঘাটে সাম্পানে ওঠতে গিয়ে পা পিছলে পড়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার (৬২)র মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী নদীর বাকলিয়া মন্দির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ-থানার পুলিশ। 

নিহত ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহার চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। 

দীর্ঘদিন পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় বসবাসরত ওই ব্যবসায়ী ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

তিনি সিভয়েসকে জানান, সকালে শাহ আমানত সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। 

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইছানগর বাড়িতে ফেরার পথে সদরঘাটে সাম্পানে ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ হন মো. বাহারুল আলম বাহার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালালেও কোন খোঁজ পাননি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়