Cvoice24.com

গুনীজনদের সম্মান না জানালে পিছিয়ে পড়বো আমরা: এমপি মোস্তাফিজ 

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ১৮ মার্চ ২০২৩
গুনীজনদের সম্মান না জানালে পিছিয়ে পড়বো আমরা: এমপি মোস্তাফিজ 

বাঁশখালী শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ অতিথিবৃন্দ

বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, যারা দেশকে সেবা দিচ্ছেন তাদের যদি আমরা সম্মান জানাতে না পারি, কৃতজ্ঞতা জানাতে না পারি—তাহলে আমরা পিছিয়ে পড়বো। এ প্রজন্মের ছেলেমেয়েদের উচিত, এসব গুণীজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। দেশের উন্নয়নে মানুষের কল্যাণে সৃজনশীল কাজ করছেন তারা। 

শনিবার (১৮ মার্চ) দুপুরে বাঁশখালী শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নের রোল মডেলে উত্তীর্ণ হয়েছি। শুধু অর্থনৈতিক কিংবা উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাওয়াই নয়, আমাদের এখন দেশের ক্রীড়া, শিল্প-সংস্কৃতি, গবেষণায়ও এগিয়ে যেতে হবে। 

তিনি বলেন, এই পুরস্কার আর সম্মাননা অবশ্যই গুণীজনদের আগামী দিনের কাজের অনুপ্রেরণা হবে। এসময় সম্মাননা অনুষ্ঠান আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুসুম বন্ধু বড়ুয়ার সভাপতিত্বে ও সমাজসেবক প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার মাহমুদুল হাসান, শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বর্তমান চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূপাল বড়ুয়া, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন রিপন, বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. শহিদুল্লাহ প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার মাহমুদুল হাসান  বলেন, একসঙ্গে এতো গুণীজনদের সংবর্ধনা দেওয়া আসলে সৌভাগ্যর ব্যাপার। দেশবরেণ্য গুণীজনেরা দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতার মূল স্রোতকে ধরে রাখবার জন্য, সংবিধানকে সমুন্নত রাখবার জন্যে যা যা করেছেন, সেই ঋণ শোধ করা সম্ভব নয়। তাঁরা তাঁদের কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

পরে শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আসহাব মিয়া, মরহুম মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আক্তার হোসেন এমএ, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ মহসিন, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস সিকদার, শিক্ষক সমীর বড়ুয়া, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, শিক্ষাবিদ রাহুল প্রিয় মহাস্থবির, কর্মবীর দেবমিত্র মহাস্থবির, বগলা ভূষণ বড়ুয়া, মাওলানা ছাইফুল মুলক, ফেরদৌস নূরী, মীর মোহাম্মদ হোসেন খান, হেমেন্দ্র চন্দ্র আইচ, পঙ্কজ ভূষণ বড়ুয়া, ছৈয়দ আহমদ, নীলামনী বড়ুয়া, অনাদি রঞ্জন বড়ুয়া, দেশবন্ধু বড়ুয়া, কুলা রানী বড়ুয়া, সীমা বড়ুয়া,  অতষী ময়ী বড়ুয়া ও নীলা বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়