মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজি পাড়ায় তার চাচার গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র হলেন, ওমর ফারুক (২০)। তিনি ওই এলাকার আকতার হোছাইনের ছেলে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন।
গ্যারেজের মালিক আব্দুল খালেক জানান, দুপুরে তার ভাতিজা ওমর ফারুক গ্যারেজে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে থাকে। টমটম চালকরা এসে এ অবস্থা দেখলে ঘরে খবর দিয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।