Cvoice24.com

এবার এস আলমের সুগার রিফাইনারিতে আগুন

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ৪ মার্চ ২০২৪
এবার এস আলমের সুগার রিফাইনারিতে আগুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিল নামে একটি চিনিকলে আগুন লেগেছে। 

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের এই চিনিকলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, ‘আমরা এখনো কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। চন্দনপুরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।’ 

এস আলম গ্রুপের কর্মকর্তারা জানান, ওই চিনিকলে আমদানি করা কাঁচা চিনি পরিশোধন করা হয়। সেখানকার একটি গুদামে এক লাখ মেট্রিকটন অপরিশোধিত চিনি ছিল। সেগুলো সবই পুড়ে গেছে। আসন্ন রোজার জন্য এসব চিনি আমদানি করা হয়েছিল। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তাঁরা।

এর আগে শুক্রবার বাকলিয়া এক্সেস রোডের একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও হিমাগারটি নিজেদের নয় বলে দাবি করেছিল এস আলম গ্রুপ। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: