পরিবহন ধর্মঘট নিয়ে আলোচনা চলছে, সুখবরের আশা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ২৮ এপ্রিল ২০২৪
পরিবহন ধর্মঘট নিয়ে আলোচনা চলছে, সুখবরের আশা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে জেলা প্রশাসনের কার্যালয়ে চলছে বৈঠক। বৈঠকে চুয়েট শিক্ষার্থীদের হাতে তিনটি বাস পোড়ানোয় বাসগুলোর ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে, বিকেল ৫টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ফলপ্রসু সিদ্ধান্ত হয়নি। 

রবিবার (২৮ এপ্রিল) বিকেল তিনটা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্যদের সাথে এ বৈঠক শুরু হয়। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাউজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধি, বিআরটিসির সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি প্রমুখ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জরুরি সভা শেষে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি পোড়ানোর প্রতিবাদে চার দফা দাবিতে রবিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এর আগে, ২২ এপ্রিল ওই ২ শিক্ষার্থীর মৃত্যু হয়। এতে আহত হন আরও এক শিক্ষার্থী। এই ঘটনার প্রতিবাদে টানা চারদিন সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীরা। এতে ৩টি বাস পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা।

অপরদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ১১মে পর্যন্ত চুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে চুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়